হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৫ই ডিসেম্বর :: মালদা :: এনআরসির বিরোধিতা করে বিক্ষোভ কালিয়াচকের সাধারণ মানুষ হাতে ভারতীয় ঝান্ডা নিয়ে।শনিবার দুপুর তিনটে নাগাদ মালদা কালিয়াচক থানার চৌরঙ্গী মোড় এলাকায় টায়ার পুড়িয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার মানুষ।
বিক্ষোভকারীরা হাতে ভারতীয় ঝান্ডা নিয়ে আন্দোলনে শামিল হন। কালিয়াচক থানার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে কয়েক হাজার মানুষ উপস্থিত হন চৌরঙ্গী মোড় এলাকায়। শনিবার বিকেল তিনটা থেকে শুরু হয় আন্দোলন। এন আর সির বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভকারীরা টায়ার পুরান ৩৪ নম্বর জাতীয় সড়কে।
প্রায় এক ঘন্টা ধরে এন আর সির বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
বিক্ষোভকারীরা জানান, পশ্চিমবঙ্গে কোনভাবেই তারা এনআরসি চালু হতে দিবেন না। তার বিরোধিতা করেই শনিবার তারা আন্দোলনে শামিল হন। বেলা চারটে নাগাদ তারা আন্দোলন থেকে সরে আসেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।