অবতক খবর,১ আগস্ট: দীর্ঘ অপেক্ষা‌র পর অবশেষে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রেলপথে চলাচল শুরু করল মালবাহী গাড়ি। দুই দেশের মধ্যে ফের রেল যোগাযোগ শুরু হ‌ওয়া‌য় খুব খুশি জলপাইগুড়ি‌র ও হলদিবাড়ি সহ সংশ্লিষ্ট এলাকার মানুষ।
রবিবার সকালে পাথর বোঝা‌ই একটি মালবাহী ট্রেন জলপাইগুড়ি টাউন স্টেশন ও হলদিবাড়ি হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে র‌ওনা দেয়। মালগাড়িতে মোট ৪৫টি বগি ছিল। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে হলদিবাড়ি-চিলাহাটি আন্তর্জাতিক রেলপথ ধরে পন্যবাহী ট্রেন চলাচল শুরু হ‌ওয়া‌য় দুই দেশের মধ্যে নতুন যোগসূত্র স্থাপন হবে বলে মনে করছেন স্থানীয় মানুষ। এদিন রেল যোগাযোগের মধ‍্য দিয়ে ফের এক হল দুই বাংলা। দীর্ঘ প্রায় ৫৬ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে বাণিজ্যিক‌ভাবে চালু হল ট্রেন চলাচল। উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ থেকে হলদিবাড়িতে এসেছিল একটি পণ্যবাহী ট্রেন। সেই ট্রেন‌কে স্বাগত জানাতে হলদিবাড়ি স্টেশনে এদিন হাজারো মানুষের ঢল নামে।