ভালোবাসায় ডুব
তমাল সাহা
ভালোবাসা ভালোবাসাই—
এর কি কোনো পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ হয়?
ভালোবাসা এক আশ্চর্য রমণ,
এর তো নেই পরাজয়,শুধুই জয়।
ভালোবাসা কোথায় কখন কীভাবে জন্মায়,কেউ কি জানে?
একটি বৃক্ষকে আলিঙ্গনে একটি লতাগুল্ম আকাশের দিকে কেন ওঠে
তুমি কি খোঁজো তার মানে?
চাঁদকে অমন জাপটে ধরে কেন আকাশ,
গাছের পাতায় লুকোচুরি খেলে বাতাস—
তুমি কি লিঙ্গ খোঁজো এইখানে?
সমুদ্রতটে আছড়ে পড়ে ঢেউ,
ভালোবাসার প্রবল উল্লাস,
দূরে নির্জনে তোমরা ঘনঘন চুম্বনে মাতো,
দ্রুত চলাচল শ্বাস প্রশ্বাস।
সমকামিতা কোথায়,এতো বাঁচার আশ্বাস!
কামী নয়,
প্রেমী শব্দটি এখন অত্যন্ত জরুরি,
ভালবাসা ভুল প্রমাণ করতে পারে
কোন জহুরি?
ভালোবাসা এক মহান উৎসব,
পৃথিবীর মহত্তম জাগরণ—
লিঙ্গ বৈষম্য নেই, প্রকৃতি জুড়ে প্রেমের বিস্তৃত আয়োজন।
দূর থেকে ছুটে এসো
পরস্পর লগ্ন হই তুমি আর আমি,
ভালবাসার পতাকা হাতে—
লোকে বলে বলুক কামুক বা কামী!