ভালোবাসার কথামালা
তমাল সাহা

তুমি বলো কাছে এসো।
আজও কি তুমি আমায় তেমনি ভালোবাসো?

লোকে যে যা বলে বলুক তাতে আমাদের কী আসে যায়! কতদিন তুই পাশে বসিস নি, কতদিন ভালো করে দেখিনি তোকে, তুই কাছে আয়!

সোনা ভাই সাদা পাজামা পাঞ্জাবি গেরুয়া গলায় হেঁটে হেঁটে চলে যায়।

বেগম বলেছিস বলেছিস তাতে কি হলো তাতে কি আমার খুব মান গেলো!
নন্দীগ্রামে চটি পুলিশ ঢুকিয়েছিস, নারদায় জড়িয়ে পড়েছিস। তোকে চেয়ারম্যান টেয়ারম্যান করে দিয়েছি, ট্রলার-মলার করে দিয়েছি, তোর বাড়ির সামনে জমায়েত করেছি, বড়দের নামে গালাগাল-ওসব ছাড়! গরু বালি কয়লা পাথর– তুইও পাল্টা কিছু কম বলিস নি!

কামাইবাজি আর ধোঁকাবাজিতে তুই আমি সমান সমান। রাজনীতিতে ছেড়ে দে ওসব মান অপমান।
এই ফেঁরেপবাজ রাজনীতিতে বাঙালি ভাণ্ডারেই থাকে ভালো
বোধহীন বাঙালি মনে রাখবে আমাদের এই অবদান।
রাজনীতিতে এসব কত কিছু হয়! রাজনীতি নদীর মতো। তুই তো ভালোই জানিস কখন এপার ভাঙে কখনো ওপার গড়ে
জীবনে আছেই ভাঙাগড়া, জয় পরাজয়!

তোর আর আমার সম্পর্কের কেন পড়বে ভাটা? শুধু ভ্রাতৃদ্বিতীয়াতেই হয় নাকি ভাইফোঁটা!
কতদিন আর চেপে রাখা যায়? আয়, ভেঙে দিই এতোদিন নাটকের রহস্যটা!