কে অনুপ্রবেশকারী? আমি,তুমি, রফিক,রোশেনারা?
আকাশ বাতাস সমুদ্র পাখি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের কি নাগরিক পরিচয় পত্র লাগে?
ভালোবাসা কাছে এসো
তমাল সাহা
রোশেনারাকে অনেকেই আমার সঙ্গে দেখেছে জানি।
এ নিয়ে চোখের ইশারা হয়েছে অনেক,
হয়েছে অনেক কানাকানি।
এতে আমার কোনো আপত্তি নেই,
নেই কোনো ভয়।
ভালোবাসার চেয়ে বড় কিছু নেই
আমি আর রোশেনারা মিছিলে হাঁটি
হাতে হাত আরও ঘনিষ্ঠ হয়।
পৃথিবী আর মানুষ
মানুষ আর পৃথিবী
এটাই তো তার বড় পরিচয়।
কাগজে সিলমোহর থাকলেই
কী সব হয়!
নামে বা ধর্মে কি আসে যায়!
বিস্তীর্ণ করো ভালোবাসার আয়োজন।
রোশেনারা কাছে এসো
তোমার ওষ্ঠে রাখি দীর্ঘ চুম্বন।
আমি থাকি এপারে
রোশেনারা ওপারে।
সীমান্তে সন্ত্রস্ত পাহারা
অথচ চোখে ধুলো দিয়ে
ভালোবাসা ঢুকে পড়ে,
যতই থাক কড়াকড়ি।
রোশেনারা না ভালোবাসা?
কে অনুপ্রবেশকারী!