অবতক খবর,১৩ সেপ্টেম্বর: ভালো ইলেকট্রিক পরিষেবার দাবিতে সাগরপাড়ার সাহেবনগর বাজার এলাকায় পথ অবরোধ। জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করা হয়। রাস্তায় আটকে পড়েছে,বাস লরি সহ বহু গাড়ি। ভোগান্তির শিকার পথ চলতি সাধারণ মানুষ।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে ভোল্টেজ নেই। বিদঘুটে গরমে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ছেলেমেয়েদের পড়ালেখা,বৃদ্ধ বয়স্কদের সমস্যা হচ্ছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। একে তো একেবারেই ভোল্টেজ নেই,তার ওপর অনেক বেশি বিল আসছে। ফলে ক্ষিপ্ত গ্রামবাসীরা।
তারই প্রতিবাদে শুক্রবার সকালে সাহেবনগর বাজার এলাকায় রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ পৌঁছে গ্রামবাসীদের সমস্যার কথা শুনেছেন। গ্রামবাসীদের দাবি,অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে।