অবতক খবর,২৫ সেপ্টেম্বরঃ ২৪ দিন আগে জম্মুর রামবান জেলার বনিহালে কাজে গিয়েছিল হুগলির কানাইপুর রায়পাড়ার যুবক সুরজিৎ দাস(২৪)।কোন্নগর চটকল এলাকার তিন বন্ধুর সঙ্গে গিয়েছিল সুরজিৎ।তার মা সুলতা দাস জানান,সমানে পুজো ছেলেকে বলেছিলেন না যেতে।সুরজিৎ বলেছিল কাজ করলে দুটো পয়সা আসবে আবার কাশ্মীর ঘোরাও হবে।প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে কথা হত ছেলের।গতকালও কথা হয়।সোমবার দুপুরে সুলতা ছেলের মৃত্যুর খবর পান।ফোন করে সুরজিৎ এর বন্ধু জানায়,হার্টফেল করে মারা গেছে সুরজিৎ।সুস্থ ছেলে কি করে হার্টফেল হল জানতে চাওয়ায় চেঁচামেচি করায় ফোন কেটে দেয়।পরে ফোন করে তাদের ছাড়া হবে না বলায় এক বন্ধু জানায় তারা কিছু করেনি।সুরজিৎ সিঁড়ি থেকে পরে গেছে।ভিডিও কলে ছেলেকে দেখতে চান সুলতা।সেখানেই সেখেন মাথায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।যাদের সঙ্গে কাজে গিয়েছিল তাদের কথাবার্তা অসঙ্গতি এবং মাথায় আঘাত দেখে সন্দেহ সুরজিৎ এর মৃত্যু স্বাভাবিক নয়।তাকে খুন করা হয়ে থাকতে পারে।তাই কানাইপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যায় শ্রমিকের পরিবার।জম্মু থেকে মৃতদেহ তড়িঘড়ি পাঠিয়ে দিতে চাইছে ঠিকাদার তাতে সন্দেহ বাড়ছে।পরিযায়ী শ্রমিকের পরিবার ঘটনাস্থলে গেলে তবেই যেন মৃতেদহ ময়না তদন্ত করা হয়,তার বন্ধুদেরও যেন জেরা করা হয়, দাবী সুরজিৎ এর পরিবারের।