অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- পরিবারের মুখে অন্ন জোগাতে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয় , রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেখালিপুর অঞ্চলের চাঁদপুর গ্রামের হাবিল সেখের । শুক্রবার মৃতদেহ বাড়িতে এসে পৌঁছলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, সম্প্রতি কাজের খোঁজে ঝাড়খন্ডে গিয়েছিলেন হাবিল। তারপরেই সেখানে তার মৃত্যু ঘটে বৃহস্পতিবার রাতে। বর্তমানে পরিবারে তার স্ত্রী খাদিজা বিবি সহ চার সন্তান রয়েছে। এদিন স্বামীর মৃতদেহ বাড়িতে ফিরে এলে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।
তিনি সংবাদমাধ্যমের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী তার পরিবারের দায়িত্ব নিক, তাকে থাকার জন্য ঘর ও আর্থিক ভাবে সাহায্য করুক। আশাপাশে গ্রামবাসী বাবর আলী ওই পরিবারের পাশে দাঁড়িয়ে এলাকার রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছে দরবার করেন সাহায্যের জন্য। তিনি বলেন, সকলে চাইছি হাবুলের পরিবারের দুর্দিনে সরকার তার পাশে থাকুক।