অবতক খবর,২৫ আগস্ট,ডুয়ার্স:ভুটান পাহাড় ও তার পদদেশে সারারাত ধরে বৃষ্টির ফলে হাতিনালার বয়ে আসা বিপুল পরিমাণ জলের স্রোতে ভেঙে গেলো সেতু।

বুধবার ভোরে দেখা যায় বিন্নাগুড়ি চা বাগান হয়ে গয়েরকাটা যাওয়ার রাস্তায় অবস্থিত রাজ্য সড়কের সেতুটি পুরোপুরি ভেঙে যায়।

এর ফলে আজ সকাল থেকে বিন্নাগুড়ির সাথে গয়েরকাটা চা বাগানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাধ্য হয়ে বাসিন্দাদের চার কিলোমিটার ঘুরে বিন্নাগুড়ি আসতে হচ্ছে। তেলিপাড়া চা বাগান কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছিলেন।

হাতিনালা দিয়ে যে পরিমাণ জল বিপুল বেগে বয়ে আসে তাতে চা বাগানের ক্ষয়ক্ষতি তো হয়ই, সেতুটির ওপর ব্যাপক চাপ পড়ে।
এই আশঙ্কাকে সত্য প্রকাশ করে এদিন সেতুটি ভেঙে গেল।