অবতক খবর, ২৭ জুলাই:রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই নামে এক ভুয়ো আইপিএস অফিসারকে কলকাতা থেকে গ্রেফতার করলো পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককে।রাজর্ষি নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন এবং নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিতেন। ভুয়ো আইপিএস ও তাঁর নিরাপত্তরক্ষীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি।