অবতক খবর,১৬ আগস্ট,বাঁকুড়াঃ ই-ওয়ালেট জালিয়াতি চক্রের তদন্তে নেমে আরো একটি চক্রের সন্ধান পেলো বাঁকুড়া জেলা পুলিশ। গ্রেফতার ২। আটক বেশ কিছু ভুয়ো মোবাইল সিম কার্ড সহ অন্যান্য জিনিসপত্র।

সোমবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এক সাংবাদিক সম্মেলন করে জানান, সম্প্রতি ছাতনা থানা এলাকার একটি পুকুর থেকে ৯০ টি মোবাইল উদ্ধারের ঘটনার তদন্তে নেমে সব্যসাচী কুণ্ডু নামে একজনকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে ৩ হাজার ভুয়ো সিম উদ্ধার করা হয়।
ঐ সিম গুলি সে ই-ওয়ালেট জালিয়াতিতে ও.টি.পি-র জন্য ব্যবহার করতো। এছাড়াও আধার কার্ড উদ্ধার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গঙ্গাজলঘাটি থেকে বাপী গরাই নামে আরো এক জনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৭০০ সিম উদ্ধার করা হয়। আমরা সন্দেহ করছি ই-ওয়ালেটের প্যামেন্ট কিউ.আর কোডের মাধ্যমে করা হতো। একই সঙ্গে মূলতঃ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই চক্রটি তাদের কাজ চালাতো বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।