অবতক খবর,২২ মার্চ: মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস কার্যালয় আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী ভুয়ো ভোটারদের নাম আটকাবার জন্য যে নির্দেশ দেয়া হয়েছিল, প্রতি বুথ ধরে ধরে ভুয়ো ভোটার চিহ্নিত করার জন্য।
ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব বুথ লেভেলে এই কাজ শুরু করেছেন। দল এ বিষয়ে নির্দেশ দিয়েছিলেন যে ২২ থেকে ২৭ এর মধ্যে কমিটি তৈরি করতে হবে সেই কমিটি আজ ব্লকে তৈরি করা হয়। আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শাখা সভাপতি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মেম্বার সেখানে আলোচনার মাধ্যমে ছয়জনের নাম পার্টিতে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী দিন অর্থাৎ ২৭ শে মার্চ থেকে ৩রা এপ্রিলের মধ্যে জিইআরএস অর্থাৎ অঞ্চল লেভেলে সেখানে একটি কমিটি গঠন করতে হবে সেইমতো তার নির্দেশ তাদেরকে দেয়া হয়েছে বলে জানান শাওনী সিংহ রায় সেই অনুযায়ী কমিটি হয়ে সেই কমিটির নাম পরবর্তী পর্যায়ে পাঠিয়ে দেয়া হবে।
এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম আকবরী সাহেব আটটা অঞ্চলের সভাপতি সহ অন্যান্য গ্রাম নেতৃত্ব বৃন্দ। শাওনি সিংহ রায় তিনি বলেন আমরা সক্রিয়ভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে দল যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে আমরা কাজ করবো বলে তিনি জানান। তিনি আরো বলেন বুথ লেভেল এজেন্ট দের সঙ্গে যোগাযোগ রেখে যাতে ভোটার লিস্ট এর কাজ আরো তরঙ্গিত হতে পারে। শাওনি সিংহ রায় বলেন আগামী ২৬ শে বিধানসভা ভোটে বিজেপির কারচুপি করার জন্য যে অস্ত্রটা তারা প্রথমে শান দিতে চাইছে ভুয়া ভোটার নাম নথিভুক্ত করে সেটা আটকাবার জন্য ব্লকে ব্লকে তৃণমূল কর্মীরা সজাগ এবং সক্রিয় বললেন শাওনী সিংহ রায়।