অবতক খবর,২৭ সেপ্টেম্বর: বিজেপির কেন্দ্রীয় দলের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ভূমিপুত্র মুকুল রায়। আর তারপরেই বীজপুরে বয়ে গেল গেরুয়া স্রোত। আনন্দে আত্মহারা মুকুল রায়ের অনুগামীরা। মুকুল রায়কে সহ সভাপতি ঘোষণার পরই তার অনুগামীরা রাস্তায় নেমে মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন এবং জয় শ্রী রাম ধ্বনি দিয়ে তাদের আনন্দের আত্মপ্রকাশ করেন।
উল্লেখ্য, এইদিনেই একদিকে কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমার সামনে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছিল,মাইক লাগানো হয়েছিল থানার মোড় পর্যন্ত। অন্যদিকে গান্ধী মোড়ে বিজেপি সমর্থকরা জয় শ্রী রাম ধ্বনি দিয়ে পারিপার্শ্বিক পরিবেশ মুখরিত করছিলেন।