অবতক খবর, নয়াদিল্লীঃ টানা তিনবারের জন্য দিল্লীর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অরবিন্দ কেজরিওয়াল নিজের মিশন এবং ভিশন স্পষ্ট করে দিলেন দিল্লী এবং দেশবাসির সামনে। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজনীতির রঙের উর্ধবে উঠে গোটা দিল্লী রাজ্যের উন্নয়নই তার পাখির চোখ ।
রাজনীতির ছুৎমার্গকে এড়িয়ে গিয়ে কংগ্রেস, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগীতার বার্তা ছুঁড়ে দিলেন কেজরিওয়াল। সঙ্গে উন্নয়নের রথকে আম আদমীর দোড়গোরায় পৌঁছে দেওয়ার শপথ নিলেন তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া আম আদমি সুপ্রীমো।
২ কোটি দিল্লীবাসীর কাছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদন, নিঃসঙ্কোচে যেকোন সমস্যার সমাধানের জন্য আসুন। বিগত সময়েও রাজনীতির রঙ না দেখে উন্নয়ন করা হয়েছে। এবারেও দিল্লীর উন্নয়নের প্রশ্নে কোন আপোষ করা হবে না। রাজনীতির রঙকে উন্নয়নের পথে কোনভাবেই প্রতিবদ্ধক হিসেবে দেখা হবে না। সকল ধর্ম, বর্ণ, স্ত্রী- পুরুষ রাজনীতির উর্ধবে উঠে দিল্লী সফরে উন্নয়ন করা হবে। দিল্লী শহরকে ‘পৃথিবীর এক নম্বর’ শহর করতে চাই ।