অবতক খবর,১০ ফেব্রুয়ারী:  সামনেই হোলি এবং দোল উৎসব বাজারে চলে এসেছে হরেক রকমের রাসায়নিক যুক্ত আবির যে আবির খেললে দেখা যাচ্ছে চর্ম রোগের সেই কথাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও সন্ধিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এর যৌথ উদ্যোগে অভিনব ভাবে ভেষজ পদ্ধতিতে আবির তৈরীর কর্মশালা নেওয়া হল। পালং শাক বিট কাঁচা হলুদ এছাড়াও নানারকম সবজি দিয়ে এই ভেষজ আবীর তৈরি করার উদ্যোগ নিয়েছে স্কুল পড়ুয়ারা

সমগ্র অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে সুনদিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা ইন্দ্রানী চৌধুরী ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বিভূতিভূষণ রায় জানান রাসায়নিক পদ্ধতি দূর করে ভেষজ পদ্ধতিকে ফিরিয়ে আনতে আমাদের এই উদ্যোগ।