উৎপল রায় : অবতক খবর : ময়নাগুড়ি : ময়নাগুড়ি ব্লকের পদামতি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা সংক্রামিতের সংখ্যা বেড়েই চলেছে। কিছুদিন আগে ভোটপট্টি বাসষ্ট্যান্ড এলাকায় একই পরিবারের ছয়জনের করোনা সংক্রমণ ধরা পরে। তাই বাজার এলাকা স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় জয় হিন্দ বাহিনীর নেতৃত্ব। বুধবার জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের তরফে ময়নাগুড়ি ব্লকের পদামতি ১ নং গ্রাম পঞ্চায়েতের ভোটপট্টি বাজার এলাকা স্যানিটাইজেশন করা হলো।
এদিন সকাল থেকেই জয় হিন্দ বাহিনীর সদস্যরা পদামতি ১ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু করে বাজারের বিভিন্ন দোকান, ব্যাংক, পোস্ট অফিস, বিদ্যুৎ অফিস, বসত বাড়ি স্যানিটাইজেশন করে।
এদিনের এই স্যানিটাইজেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি বাবন পাল, ময়নাগুড়ি ব্লক ২ জয় হিন্দ বাহিনীর সভাপতি সন্দ্বীপ রায়, জয় হিন্দ বাহিনীর জেলার সাধারণ সম্পাদক মহিমা রঞ্জন রায় সহ সকল সদস্য বৃন্দ। বাজারে জীবাণুনাশক স্প্রে করায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা।