অবতক খবর,৩০ মার্চ: জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানার অন্তর্গত ভোটপাট্টি পুলিশ ফাঁড়ির উদ্যোগে রবিবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হল । পুলিশ সূত্রে জানা গেছে, এই উপলক্ষে এদিন ময়নাগুড়ির ইন্দিরামোড় থেকে কলসিবান্ধা মোড় পর্যন্ত প্রায় ২০ কিমি এশিয়ান হাইওয়ের বিভিন্ন জায়গায় ৪০ টি সেফটি ড্রাম ও রিফ্লেক্টর বসানো হয় ।
পাশাপাশি রাস্তার ধারে সেফ ড্রাইভ সেভ লাইফ ও ড্রাইভ স্লো বোর্ড বসানো হয় । মূলত দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে জানান ভোটপাট্টি ফাঁড়ির ইনচার্জ অশীম মালাকার । এছাড়াও চালকেরা যাতে ট্রাফিক নিয়ম মেনে হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করেন সেই বিষয়েও চালকদের এদিন সচেতন করে পুলিশ ।
অপরদিকে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, ময়নাগুড়ির শহর এবং গ্রামের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণ করে সেইসব জায়গায় স্পিড ব্রেকার ও বাতিস্তম্ভ বসানো হচ্ছে । পথ দুর্ঘটনা এড়ানোই এর মূল উদ্দেশ্য বলে জানান তিনি ।।