অবতক খবর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অভিযোগের পাহাড় ! পঞ্চায়েত ভোটের দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে লাগামহীন সন্ত্রাসের ছবি। একাধিক মৃত্যুর ঘটনা। দেদার ছাপ্পা থেকে ভোটলুঠ, অভিযোগ উঠে আসছে। কিন্তু এত সবের মাঝেও ভোটের দিন তাঁর অফিসে গরহাজির রাজ্য নির্বাচন কমিশনার সকাল ১০ টা পর্যন্ত রাজীব সিনহা এসে হাজির হননি কমিশনের অফিসে।
সকাল ১০টা ৬ মিনিটে কমিশনের অফিসে পৌঁছন কমিশনার। যদিও কোনও কথাই বলেননি তিনি। যার ফলে অভিযোগের পাহাড় শুনে ব্যবস্থা নেওয়া হোক বা খতিয়ে দেখা, কোনও কিছুই কি আদৌ হচ্ছে ? উঠে গেল বড়সড় প্রশ্ন।
নিয়ম বলছে, ভোটের দিন রাজ্যের কোথায় কোনও ভোট সংক্রান্ত অভিযোগ উঠলে সেটা দ্রুত নির্বাচন কমিশনে জানানোই নিয়ম। একাধিক ক্ষেত্রেই দেখা যায়, ঘটনার গুরুত্ব বিচার করে রিপোর্ট তলব করা থেকে প্রয়োজনীয় অন্য পদক্ষেপ নিয়ে থাকে রাজ্য নির্বাচন কমিশন। তবে এবারে যেমন অভিযোগের পাহাড় একদিকে, তেমনই অন্যদিকে কমিশনের তরফে কোনও বার্তা না মেলার অসহায় উত্তর মিলেছে প্রিসাইডিং বা সেক্টর অফিসারের কাছে। আর সেখানেই প্রশ্ন, রাজ্যে যখন এত বেলাগাম হিংসা, ভোটের দিন তখন কেন নিষ্ক্রিয় খোদ রাজ্য নির্বাচন কমিশনার ?
এসবের মাঝেই ভোটের দিন নির্বাচন কমিশন কতটা কার্যকরী ভূমিকা নেয়, সেটা দেখতেই নজর ছিল সকলের। যদিও শান্তিপূর্ণ ভোটের ছবির প্রত্যাশা মতোই কমিশন ও কমিশনারের ভূমিকা নিয়েও শুধু হতাশাই সঙ্গী রাজ্যের মানুষের।