অবতক খবর,২৯ জানুয়ারি: ইস্তফা দিলেন চন্দননগরের সিপি হুমায়ূন কবীর। অবতক-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন। এর পাশাপাশি তিনি এও বলেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা অন্যরকম রয়েছে, তিনি অন্য কিছু করবেন।

তবে কি সেই কারণ তিনি এখনই খোলসা করে বলছেন না।

এদিকে কয়েকদিন আগেই চন্দননগরে সভা করতে গিয়ে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বলেন, হুমায়ুন কবীরের স্ত্রী তৃণমূল থেকে টিকিট পাচ্ছেন।

তবে কি এটাই কারণ তাঁর ইস্তফার?

এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
অনেকে মনে করছেন রাজনৈতিক চাপে পড়েই তিনি ইস্তফা দিচ্ছেন।

আগামী ১লা ফেব্রুয়ারি তিনি তাঁর সমস্ত দায়িত্ব ত্যাগ করবেন। তাঁর জায়গায় চন্দননগরে নতুন সিপি হিসেবে সেই দিনই যোগ দেবেন গৌরব শর্মা। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন গৌরব শর্মা।