হায় দেশ! ভুলে যা ক্ষুদিরাম প্রফুল্ল চাকী বিনয় বাদল দীনেশ প্রীতিলতা কল্পনা মাস্টার দা নেতাজির কথা। যত পারিস পাবার দিকে ঝোঁক। প্রতিবাদ প্রতিরোধের দিক থেকে পালিয়ে যা!

ভোট-কথা
তমাল সাহা

আমি রোজ চাই ভোট
পাই যদি একগাদা নোট।
এবার ভেট পাচ্ছি আমি ট্যাব
চোখ তো আমার ড্যাব ড্যাব।
স্বাস্থ্যসাথীতে পাচ্ছি পাঁচ লাখ
শালা আমার খুলে যাচ্ছে লাক।

ভাবা যায় সরকার দুয়ারে?
মানুষ বুরবাক আছে ঘোরে।
বোঝেনা নাকি কোনো কিছু
কেন ভোট এলেই এসব মনে পড়ে?

এমন তো ছিলনা মানুষ
সুযোগ পেলেই ঝুঁকে পড়ে!
মানুষের ছিল মান ইজ্জত
সব কিছু কি গেছে মরে?

রবীন্দ্রনাথ বুর্জোয়া ছিল মানি
সে তো বলেছিল কোনোদিন
রেখেছো বাঙালি করে মানুষ করোনি।
এতো খাঁটি কথা
কেউ তো এতো সহজে বলেনি।

ক্যাঁকড়াবাজি করা মানুষের দোষ।
সোজা কথা বললেই চক্ষুশূল তুমি
তোমার দিকে ছুটে যাবে রোষ।

তুমি এসব লেখো
এসব কি কোনো কবিতা হয়?
ভাগ শালো, তুই কবিদের দলে নয়!