অবতক খবর,১৩ জুলাইঃ ভোট শেষেও হিংসা অব্যাহত জেলার বিভিন্ন জায়গায়। পাথরপ্রতিমা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার পূর্বশ্রীধর নগর বালিখালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রে বেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্ধেন্দু ভূঁইয়া সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বাড়িতে গিয়ে রাত্রেবেলা হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা।

বাঁশ রড থেকে শুরু করে একাধিক অস্ত্র নিয়ে চড়াও হয়। যার জেরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্ধেন্দু ভূঁইয়া সহ 8 থেকে 9 জন তৃণমূল কংগ্রেসের কর্মী গুরুতরভাবে আহত হয়। আহত অবস্থায় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। অন্যদিকে এই ঘটনার দায় অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।তাদের দাবি দলের সাতজন যখম হয়েছে।

তাদের দুজন কে ভর্তি করা হয়েছে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। দুজন রয়েছে রায়দিঘি এবং তিনজন বাড়িতে রয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তৃণমূলের লোকজন জিতে মিছিল করে গিয়ে তাদের বাড়িঘরে লাথি ভাঙচুর করছিল, সেই সময় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ করে তাদেরও মারধর করে, তখন উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয়ের দাবি মত আহত হওয়ার সংখ্যা মোট ১৫ জন।এই ঘটনায় পাথর প্রতিমা থানা তদন্ত শুরু করেছে।