অবতক খবর,১৯ আগস্ট: পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে রায় শোনালো মহামান্য হাইকোর্ট।
হাইকোর্ট নির্দেশ দিয়েছেন-
১.রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্তদের।
২.ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর,ঘর ছাড়া করা,এইসব ঘটনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিট গঠন করতে হবে। সেই সঙ্গে ছ’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
৩.খুন,ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।এই রিপোর্টও ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।
অন্যদিকে হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি।