নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : অশান্তি থামাতে থানায় বিধায়ক। ভোট পরবর্তী হিংসায় আতঙ্কিত বর্ধমান শহর সহ জেলার বাসিন্দারা। এখনো পর্যন্ত জেলায় পাঁচজন রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছে। বহু মানুষ ঘরছাড়া। প্রচুর বাড়িঘরে ভাঙচুর হয়েছে। তাই রাজ্যের মুখমন্ত্রী তথা দলীয় সুপ্রিমোর নির্দেশে মঙ্গলবার রাতে বর্ধমান থানায় যান বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তিনি থানার আইসি পিন্টু সাহার সঙ্গে শহরে শান্তি ফেরাতে আলোচনা করেন।
রবিবার দুপুরের পর থেকেই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়। বাবুরবাগ, গোলাপবাগ, রথতলা, কাঞ্চননগর, নীলপুর, গোদা সহ বিভিন্ন এলাকায়। পুলিশও ধরপাকড় শুরু করেছে। হিংসা ঠেকাতে পুলিশ শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। মোতায়েন করা হয়েছে র্যাফ ও পুলিশ। তবুও লাগাম টানা যাচ্ছে না রাজনৈতিক হিংসার।
বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক খোকন দাস বলেন, আর যাতে কোথায় কোন অশান্তি না হয়, তার জন্য আইসির সঙ্গে আলোচনা করা হয়েছে। কোথাও বিজেপির ছেলেরা আক্রমণ করছে। আবার কোথাও আমাদের ছেলেরাও আক্রমণ করছে। সবাইকেই শান্তি বজায় রাখতে বলা হচ্ছে।