অবতক খবর 22 এপ্রিলঃ অবতক সংবাদ কর্মীরা সকাল থেকেই ভোট ময়দানে নেমে পড়েছেন। ভোটের বিশাল লাইন দেখা গিয়েছে হজিনগর অঞ্চলে। এই অঞ্চলের মানুষের ভোট প্রদানে খুব উৎসুক।ইতিমধ্যেই খবর এসেছে ১৮৪ নম্বর, ৭৬ নম্বর, ১৭ নম্বর এই সমস্ত বুথকেন্দ্রগুলিতে মেশিনে বিপত্তিজনক ঘটনা ঘটেছে। মেশিনগুলি খারাপ। অন্যদিকে হালিশহর তিন নম্বর ওয়ার্ড কাঁচরাপাড়া১০ নম্বর ওয়ার্ড এবং ২২ নম্বর ওয়ার্ডের লালবাহাদুর ইস্কুলের কেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে আছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কাঁচরাপাড়া অঞ্চলে। ভোটাররা অত্যন্ত ক্ষুব্ধ। কারণ ভোটের লাইনে তারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আর আজ রোদের তাপমাত্রাকে উপেক্ষা করার জন্য অপেক্ষা করার জন্য তারা আগেভাগেই লাইন দিয়েছিলেন কিন্তু তারা ভোট প্রদান এসে এই বিপর্যয় করা অবস্থার মধ্যে পড়েছেন।