অবতক খবর,২৪ আগস্ট:করোনা ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে গুরুতর আহত হল এক ব্যক্তি।

ঘটনায় খুব চাঞ্চল্য ভ্যাকসিন নিতে আসা মানুষদের মধ্যে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালের কোভিড ভ্যাকসিন সেন্টারে।

জানা গেছে, আজ কোভিড ভ্যাকসিন নিতে আসা মানুষজন কেউ রাত দুটো, কেউ ভোর চারটে থেকে লাইন দিয়ে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

এমতাবস্থায় এক ব্যক্তি ভ্যাকসিন নিতে এসে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে যান।

লাইনে থাকা মানুষজন ওই ব্যক্তিকে উদ্ধার করে।

যদিও এর মধ্যেই অমানবিক চিত্র ফুটে উঠল বালুরঘাটে। গুরুতর আহত ব্যক্তিকে সাহায্যের জন্য বেশি মানুষ এগিয়ে আসেনি বলে এক গৃহবধূর অভিযোগ।

তিনি বলেন যে,ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে পড়লে তিনি তাকে বাঁচাতে যান এবং অসৎ লোকদের সাহায্য চাইলেও অন্য কেউ তাকে সাহায্য করেনি। পরবর্তীকালে এই অসুস্থ ব্যক্তির পরিবারের লোকেরা ঘটনাস্থলে এলে ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দিয়ে ওই গৃহবধূ পুনরায় কোভিড লাইনে দাঁড়ান।

যদিও ওই আহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।