অবতক খবর , নদীয়া : একদিকে রাশিয়ার তৈরি ভ্যাকসিনের আত্মপ্রকাশ অন্যদিকে একদিনে আক্রান্ত হোক বা মৃত্যু বিশ্বের মধ্যে প্রথম স্থান ভারতের। রাজ্যের পরিস্থিতিও একই রকম। নদীয়া জেলায় আজ একদিনের পজিটিভ রিপোর্টের সর্বাধিক সংখ্যা মিললো ১১২ জন।
এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা চাকদহ ২৭ ,রানাঘাট ২২, চাপড়া ২১ নবদ্বীপ ১৩, কৃষ্ণনগর ০৩, করিমপুর ০৬, রানাঘাট কুপার্স ক্যাম্প ০৬, শান্তিপুর ০৩, কল্যাণী ০৩, কালিগঞ্জ ০১ জন আজ নতুন করে আক্রান্ত হলেন।
এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্ত র সংখ্যাটা এইরকম…
রানাঘাট ২২৯, চাকদহ ১৯৮, কৃষ্ণনগর ১৩৮, তেহট্টো ১৩৪, কল্যাণী ১০১, নবদ্বীপ ৮৬, হরিণঘাটা ৬৯, শান্তিপুর ৬৬ , নাকাশিপাড়া ৫৪,গয়েশপুর ৫১, করিমপুর ৪০, কালিগঞ্জ ৩৫, কৃষ্ণগঞ্জ ৩০, হাঁসখালি ২৭, রানাঘাট কুপার্স ০৯, তাহেরপুরে ০৩ জন আক্রান্ত।