অবতক খবর,১৬ সেপ্টেম্বর: বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে ভ্যাকসিন দেওয়া বিশেষ নজরদারি ও কিছু নিয়ম তৈরি করা হয়েছিল। এ নিয়ে বহরমপুর পৌর এলাকা পরিদর্শন করলেন মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জী।
তিনি জানালেন, আগে যেমন ভ্যাকসিন নেওয়ার জন্য কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না,কিন্তু এখন থেকে সেইভাবে জমায়েত করে ভ্যাকসিন দেওয়া হবে না। প্রতিদিন ২০০ জন করে টার্গেট রাখা হয়েছে। ৫০টি প্রথম ডোজ, ৫০টি দ্বিতীয় ডোজ। অবশ্যই দ্বিতীয় ডোজকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ভ্যাকসিন থাকলে তবে এই প্রথম ডোজ দেওয়া হবে। তবে ভোটার লিস্ট দেখে প্রথমে বয়স্ক মানুষকে তারপরে মধ্যবয়স্ক, তারপরে ১৮+ যারা আছে তাদের ভ্যাকসিন দেওয়া হবে। বহরমপুর পৌর এলাকায় ১৪ থেকে ১৫টি জায়গায় ভ্যাকসিন শিবির চলছে। তবে তাড়াহুড়ো করবার প্রয়োজন নেই, সবাই সঠিক টাইমে ভ্যাকসিন পাবে।