নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : রায়দিঘি :    ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকেই হাসপাতাল গেটের সামনে লাইনে ইট পেতে বসে রয়েছেন সাধারণ মানুষ। এমনই চিত্র ধরা পরল দক্ষিণ ২৪ পরগণা জেলা মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে।

যেভাবে দিনে দিনে বেড়ে চলেছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যের প্রায় বিভিন্ন হাসপাতাল থেকে অনেকেই ভ্যাকসিন না পেয়ে ফিরতে হচ্ছে। আর রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষ সকাল থেকে লাইনে ইট পেতে বসে রয়েছেন।

সাধারন মানুষ জানায়, হাসপাতাল থেকে কুপন দেওয়ার কারনে কুপন না পেলে ভ্যাকসিন না নিয়ে ফিরতে হয় তাদের। সেই কারণে সকাল সকাল হাসপাতাল গেটের সামনে লাইনে ইট পেতে বসে রয়েছেন তারা।