অবতক খবর,২৯ অক্টোবর: ভ্রষ্টাচার হটাও দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে BSF এর তরফ থেকে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ। জানা গেছে চোপড়া খেমচরনগছ F কোম্পানি 94 ব্যাটালিয়ন এর তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে সাতদিন ব্যাপী এক সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৬ অক্টোবর থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এই কর্মসূচি ১ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে। মূলত লক্ষ্য সাধারণ মানুষ যাতে কোনো দুর্নীতি সাথে যুক্ত না হয়। তার পাশাপাশি কোন মানুষকে দুর্নীতি করতে সহযোগিতা না করে। সেই সমস্ত বিষয় রেখে বিএসএফের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এবং BSF এর তরফ থেকে চোপড়া বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। উপস্থিত ছিলেন কোম্পানি কামান্ডার অশোক পাঠানিয়া
Bsf Si DK মহানতা ,সমাজসেবী মসিরুদ্দিন,
,আবু বক্কর সিদ্দিক , হেড কনস্টেবল ভিজিলেনস সতীশ কুমার প্রমুখ ।