অবতক খবর, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার মকরসংক্রান্তির । ভোর থেকে শুরু হবে পুণ্যস্নান । তার আগেই মঙ্গলবার সকাল থেকেই ভিড় এড়াতে পুণ্যস্নান সেরে নিচ্ছেন এ রাজ্য সহ ভিন রাজ্য থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী । এর পর ভিড় জমাচ্ছেন কপিল মুনির আশ্রমে পূণ্য লাভের আশায় । পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা হয় সে দিকে তৎপর প্রশাসন । জেলা পুলিশের সকল আধিকারিকদের পাশাপাশি দেখভালের দায়িত্বে রয়েছে প্রচুর পুলিশ , মহিলা পুলিশ , রাফ , কমব্যাট ফোর্স , সিভিক ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবী দলের সদস্য । সমুদ্র কুল বরাবর নজরদারী চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী । রয়েছে হোভারক্রাফট , ড্রোনের মাধ্যমে আকাশ পথে চলছে নজরদারি । ব্যবস্থা রয়েছে বিশেষ মেডিক্যাল টিম , এম্বুলেন্স ও এয়ার এম্বুলেন্সও।