অবতক খবর, হুগলী: হুগলি জেলার পান্ডুয়া, আদিসপ্তগ্রামের কালিপুজো। চনন্দনগর,রিষড়া,বৈচিঁর জগদ্ধাত্রী পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতোই মগরার সরস্বতী পুজোর সুনাম রয়েছে। ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫ বেশি পুজো হয়। এখানে ৪ দিন ধরে পুজো হয়।
নিমতলা আর্য সমিতির পুজো এবছর ৭১ তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাদের থিম বাবুই পাখির বাসা।
মূলত যে ভাবে চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে শুধু পরিবেশ ও মানুষের ক্ষতি হচ্ছে না এমনকি পাখিরা বাসাও করতে পাচ্ছে না। এই ভাবনা মাথায় রেখে তাদের থিম।