অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : মজুরি বৃদ্ধির দাবি কে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ পাঁচলার দেউলপুর একটি কারখানায়। গত দুই সপ্তাহ আগে শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখায় কারখানার সামনে। তাদের দাবিদাওয়া মালিকপক্ষ মানতে নারাজ। যার ফলে কারখানার সামনে দীর্ঘদিন ধরে চলে বিক্ষোভ।
শ্রমিকদের অভিযোগ গত ৮ তারিখ সন্ধ্যা আটটা নাগাদ , পাঁচলা দু’নম্বর মন্ডল পার্টি অফিসের সামনে কোম্পানির কন্টাকটার বিকাশ ঢালী তার দলবল নিয়ে এসে শ্রমিক অভিজিৎ ধামালি ও ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। তাদের মারধর করা হয়।”
তারই প্রতিবাদে পাঁচলা দেউলপুর কমপ্লেক্সের মেন গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিক্ষোভে সামিল হয় বহু নেতাকর্মী। ঘটনাস্থলে পৌঁছে পাঁচলা থানার পুলিশ বাহিনী।