অবতক খবর: সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধি অনেক বাঁধা বিঘ্ন পেরিয়ে অশান্ত মণিপুরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন। বুধবার সকাল ১০টার বিমানে মণিপুর উদ্দ্যেশে রওনা দিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বেলা ১১টা নাগাদ ইম্ফল বিমানবন্দরে নামার কথা তাদের। দলে রয়েছেন রাজ্যসভা ভোটে সদ্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কাকলী ঘোষ দোস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এবং সুস্মিতা দেব। দু’দিনের সফর শেষে ফিরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধি দল।
এদিন মণিপুর যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সুস্মিতা দেব জানান, মণিপুরের জনসাধারণের সঙ্গে দেখা করবেন তাঁরা। জাতিদাঙ্গায় অশান্ত মণিপুরের বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে কথা বলবেন। পাশাপাশি সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করারও পরিকল্পনা রয়েছে তাঁদের।
সুস্মিতা দেব আরও জানান, “গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মণিপুরে যেতে চেয়ে আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার কোনও জবাব দেওয়া হয়নি। তারপরই সাংসদদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মণিপুর বিপর্যস্ত দেখেও প্রধানমন্ত্রী নিশ্চুপ। তাই আমরা মানবিকভাবে যতখানি সম্ভব মণিপুরবাসীর পাশে থাকব।”
Today, a delegation of five MPs will reach out to the people in Manipur and hear their issues.
Our aim is to put in our best efforts to restore peace in the violence-stricken area and be the voice of the people.
While PM @narendramodi remains SILENT, Hon’ble CM Smt… pic.twitter.com/qRC4o4VuG7
— All India Trinamool Congress (@AITCofficial) July 19, 2023
মঙ্গলবারই এনডিএ-র পালটা ‘ইন্ডিয়া’ নামে জাতীয় মঞ্চ গড়ে লড়াইয়ের ডাক দিয়েছে বিজেপি বিরোধী শক্তি। তার পর দিনই পূর্ব পরিকল্পনা মতো অশান্ত মণিপুর উড়ে গেল তৃণমূলের প্রতিনিধি দল। মণিপুরে তৃণমূল দল পাঠানোর সিদ্ধান্তে কার্যত চাপে পড়ে বিজেপি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে। এমন আবহে পাল্টা তৃণমূল প্রতিনিধিদের তথ্য অনুসন্ধানের জন্যে মণিপুর যাত্রার কী প্রতিফলন ঘটে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।