মধু চাষ করে সমস্যার সম্মুখীন জেলার মধু চাষিরা।

হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৩ নভেম্বর :: মালদহ ::  আয় এর থেকে ব্যয় বেশি। এমত অবস্থায় মধু চাষ করে সমস্যায় পড়েছেন মালদা জেলার মধু চাষীরা। এই মর্মে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন পুরাতন মালদার মধু চাষিরা। না হলে আগামীতে এই জীবিকা থেকে সরে আসবেন তারা।

উল্লেখ্য পুরাতন মালদা ব্লকের বড় কাদিরপুর এলাকার বাসিন্দা আনন্দ মণ্ডল, সাগর মন্ডল এরা সকলেই মধু চাষের সাথে যুক্ত। এরা কেউ ১০ বছর আবার কেউ ১৮বছর ধরে মধু চাষ করে আসছেন। মালদা সহ আসানসোল, উত্তরদিনাজপুর সহ বিভিন্ন জেলায় মধু চাষ করতে হাজির হন তারা। কিন্তু বর্তমানে মধু চাষ করে সমস্যায় পড়েছেন তারা।

তারা জানান আয়ের থেকে ব্যয় বেশি মধু চাষে। এক একটি বাক্সে খরচা হয় প্রায় ২০০০ টাকা। এক একটি বাক্স রাখতে হয় প্রায় ছয় মাস। একটি বাক্স থেকে মধু সংগ্রহ কুড়ি থেকে ২৫ কেজি। বাজারে বর্তমানে মধুর দাম ৬৪ টাকা কিলো। প্রতিমাসে লোকসানের মুখ দেখতে হয় তাদের। তাই এই ব্যবসাকে টিকিয়ে রাখতে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন তারা।