অবতক খবর,২৫ এপ্রিল: মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সোমবার। এদিন পথ চলতি হেলমেট বিহীন বাইক আরোহীদের দার করিয়ে তাদের সচেতন করা হয় এবং তাদের হেলমেট পড়িয়ে দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।পাশাপাশি চরচাকা গাড়ি থামিয়ে তাদের সিটবেলট পড়তে বলে এবং তাদের সচেতন করে।
এই সচেতনতা শিবিরের পাশাপাশি মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশের উদ্যোগে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে সাস্থ্য শিবিরের ও আয়োজন করা হয়।মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিচ্ছে রাজ্যের প্রতিটি থানা ও ট্রাফিক গার্ড, যার ফলে অ্যাকসিডেন্ট এর পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে।
এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ,উপ পুরপ্রধান প্রকাশ রাহা,মধ্যমগ্রাম পৌরসভার CIC অরবিন্দ মিত্র,Dsp হেড কোয়ার্টার দেবাশিস সরকার,Dsp ট্রাফিক নীহার রঞ্জন রায়,বারাসাত জেলা পুলিশ,মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিনাকী রায় মধ্যমগ্রাম ট্রাফিক ওসি গদাধর সিংহ রায় সহ পুলিশ আধিকারিকরা।