অবতক খবর,২৩ নভেম্বর,মধ্যমগ্রামঃ মধ্যমগ্রাম সাজিরহাট শ্রী শ্রী শশ্মান কালী মন্দিরের দশমহাবিদ্যা মন্দির উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায়।ফিতে কেটে নব নির্মিত দশমহাবিদ্যা মন্দিরের শুভ উদ্বোধন করেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা এবং খড়দহ পুরসভার পুরপ্রধান নিলু সরকার ।এছাড়া ও উপস্থিত ছিলেন বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মলিনা রানী মল্লিক, সমাজসেবী অপূর্ব মল্লিক, মধ্যমগ্রাম পুরসভার স্হানীয় পুর পারিষদ সদস্য প্রহ্লাদ দত্ত, নববারাকপুর পুরসভার পুর প্রতিনিধি মনোজ সরকার, সহ নববারাকপুর ও মধ্যমগ্রাম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।
এদিন মন্দির প্রাঙ্গণে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র কম্বল ও মশারি প্রদান করা হয়। মন্দির কমিটির কোষাধ্যক্ষ আইনজীবী শংকর মিত্র জানান আগামী দিনে নাট মন্দির এবং কামাক্ষা মন্দিরে নির্মানে পরিকল্পনা রয়েছে। এলাকার মানুষের আর্থিক অনুদান সহায়তা এই দশমহাবিদ্যা মন্দির উদ্বোধন হল নিউ বারাকপুর, মধ্যমগ্রাম এবং খড়দহ পুরসভার তিন পুরপ্রধানের হাত ধরে। বুধবার অমাবস্যায় বার্ষিক পুজোয় মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী সুপ্রাচীন সাজিরহাট শশ্মান কালী মন্দিরের।