অবতাক খবর, সংবাদদাতা :: ব্যারাকপুর টিটাগর এর বিজেপির দবাং নেতা মনীশ শুক্লার প্রকাশ্যে থানার কিছুটা দূরে গুলি করে হত্যার পর তার মৃত্যুকে নিয়ে চরম রাজনীতি শুরু হয়ে গেছে। আজ সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে 12 ঘন্টার বন্ধ ডেকেছিল বিজেপি এরই মাঝে বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতারা মনিশের বাড়িতে হাজির হোন ও মনীশ শুক্লার মা ও বাবাকে তারা সান্ত্বনা দেন।
মনীশ শুক্লার মাকে সান্তনা দিয়ে বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় পরিষ্কার করে জানান মনীশের খুনিদের কিছুতেই ছাড়া হবে না। মনীশের বাড়িতে একের পর এক নেতা বিজেপি নেতা সাংসদ উপস্থিত হন তৃণমূলের নবনিযুক্ত রাষ্ট্রীয় সহ-সভাপতি মুকুল রায় তার বাড়িতে উপস্থিত হন তা ছাড়া তার সঙ্গে ছিলেন এলাকার সাংসদ অর্জুন সিং অরবিন্দ মেনন ও একঝাঁক বিজেপি নেতৃত্ব।
অর্জুন সিং তার স্বভাব সিদ্ধ ঢঙেই এবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা ডেপুটি কমিশনার অজয় ঠাকুর সহ তৃণমূল নেতারা পরিকল্পনা করেই মনীশ শুক্লাকে গুলি করে হত্যা করিয়েছেন। উল্লেখ্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং মাঝেমধ্যেই বিভিন্ন মঞ্চ থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও ডেপুটি পুলিশ কমিশনার অজয় ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন যে তাকে হত্যা করার জন্য এই দুই অফিসারকে মমতা সরকার সুপারি দিয়েছে। যেহেতু পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও অজয় ঠাকুর নেতৃত্বে অর্জুনের বিরুদ্ধে দিনের পর দিন তার বিরুদ্ধে যে বিভিন্ন মামলা ঝুলছে সেইগুলো তদন্তের আসতে শুরু করেছেন এই দুই অফিসার।
অর্জুন সিং এর এই অভিযোগের পর পুলিশের হাত থেকে তদন্তভার সরিয়ে নিয়ে সিআইডির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। অর্জুন সিং জানান খুনিরা ভালো করে জানত যে মনীশকে সাধারণভাবে গুলি করে মারা যাবে না তাই তারা কারবাইন ব্যবহার করেছে যাতে মনীশ কিছুতেই না বেঁচে যায়। তার অভিযোগ মনিষের হত্যা করানোর জন্য নাসিরকে জেল থেকে বের করে আনা হয়েছে। তিনি আরও জানান পুলিশ তদন্ত করলে পুলিশের বিরুদ্ধে কোনদিনই রিপোর্ট দেবে না তাই cid নয় সিবিআই তদন্ত দরকার।