অবতক খবর,১৪ ফেব্রুয়ারী : ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি পঞ্চানন মোড় এলাকায়, পঞ্চানন বর্মা সেবা সদন সমিতির পক্ষ থেকে শুক্রবার শ্রদ্ধার সাথে পালিত হল রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০ তম জন্মজয়ন্তী, এই দিন রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তারপর মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা জীবনী নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয়, মাধ্যমিক পরীক্ষা থাকায় ছাত্র-ছাত্রী কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে কোন অনুষ্ঠান নেওয়া হয়নি বলেই জানিয়েছেন সংগঠনের তরফে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামশাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রত্নেশ্বর রায়, পঞ্চায়েত সদস্য সুভাষ রায় সহ পঞ্চানন সেবা সদন সমিতি সকল সদস্য ও বিভিন্ন সংগঠনের সদস্যরা,জানা যায় ১৮৬৫ সালে পহেলা ফাল্গুন মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম হয়, কুচবিহার জেলার মাথাভাঙা মহাকুমার খলিসামারি গ্রামে।
পঞ্চানন বর্মা সেবা সদন সমিতির সদস্য অলিন চন্দ্র রায় বলেন,আজ পহেলা ফাগুন পঞ্চানন বর্মা সেবা সদন সমিতির পক্ষ থেকে আজ পঞ্চানন বর্মার ১৬০ তম জন্মজয়ন্তী পালন করা হলো,পানবাড়ি পঞ্চানন মোড়ে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।তার পর পঞ্চাননের জীবনী নিয়ে আলোচনা করা হয় মাধ্যমিক পরীক্ষা থাকায় কোনো ছাত্র-ছাত্রীর যেন অসুবিধা না হয় সংগঠনের তরফে কোন অনুষ্ঠান নেওয়া হয়নি