অবতক খবর,১২ এপ্রিল,মালদহ: মনোনয়ন পত্র জমা দিতে এসে বিজেপি প্রার্থী তীব্র আক্রমন করলেন তৃণমূল প্রার্থীকে। মঙ্গলবার বর্ণাঢ্য মিছিল করে মালদহে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃতীয় দফায় নির্বাচনের মনোনয়নপত্র জমার প্রথম দিনেই বিশাল মিছিল নিয়ে মালদহের জেলাশাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন খগেন মুর্মু। চারবারের বিধায়ক এবং একবারের সাংসদ খগেন মুর্মু এবারও জেতার ব্যাপারে আশা প্রকাশ করেন। একইসঙ্গে গঙ্গা ভাঙন থেকে শুরু করে মালদহ বিমানবন্দর চালু না হওয়া, জেলাতে নবোদয় বিদ্যালয় স্থাপন না হওয়ার প্রশ্নে রাজ্য সরকারকে দায়ী করেন বিজেপি প্রার্থী। পাশাপাশি উত্তর মালদহের তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসুন বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন খগেন। তাঁর অভিযোগ, মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী বহিরাগত। তিনি মালদহের ভূগোল চেনেন না। পুলিশ সুপার হিসেবে নানা অপকর্মের সঙ্গে যুক্ত এমনই কটাক্ষ খগেন মুর্মুর।
এদিন পুরাতন মালদহে দলীয় পার্টি অফিস থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন তিনি। ঢাক, মতুয়া ডংকা দেখা যায় মনোনয়ন মিছিলে। গেরুয়া পোশাকেও দেখা যায় প্রচুর দলীয় কর্মী সমর্থককে। মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি বিধায়ক। পাল্টা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী বলেন সংসদ হওয়ার নূন্যতম যোগ্যতা নেই বিজেপি প্রার্থীর। তৃণমূলের একজন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপি প্রার্থীর চেয়ে বেশি যোগ্য। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্ম্মুকে বই পড়তে বলেন প্রসূন।