অবতক খবর,১২ অক্টোবর: মহাসমারোহে শারদ উৎসব চলছে। কলকাতা আনন্দে মশগুল, তৃতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। শহরতলীতেও নজরকাড়া ভিড় চোখে পড়ছে। অথচ মানুষের লক্ষ্য নেই হাসপাতালগুলিতে কি অবস্থা চলছে! মহষষ্ঠীর দিন শহরতলীর উল্লেখযোগ্য হাসপাতাল কল্যাণী জেএনএম হাসপাতালে গিয়ে দেখা গেল শিশুরা আক্রান্ত সর্দি,জ্বর,শ্বাসকষ্টে। আতঙ্কিত হওয়া গেল যে, করোনার তৃতীয় ঢেউ আসছে কিনা! হঠাৎ এত শিশু অসুস্থ হচ্ছে কি কারণে? শুধুই কি আবহাওয়া পরিবর্তন?
একজন সহ নাগরিককে দেখা গেল যে, তিনি তার সন্তানকে অসুস্থ অবস্থায় সেখানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাকে সেখানে একই বেডে তিনজন অসুস্থ শিশু এবং তাদের মায়ের সাথে রাখা হয়। ফলত তিনি প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে চলে আসেন।
ক্রমাগত শিশুদের অসুস্থতার সংখ্যা বাড়ছে। কি কারণে এটি হচ্ছে, বোঝা যাচ্ছে না এবং পরীক্ষাও যথাযথভাবে হচ্ছে না। জানা গেছে, পরীক্ষার সংখ্যাও প্রতিদিন কমছে। আজ মহা সপ্তমী। দুপুরে দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের ঢল নামবে মন্ডপে মন্ডপে। সুতরাং অষ্টমী,নবমী রয়েছে। রয়েছে দশমী। কি হবে সব মা দুর্গাই জানে।