অবতক খবর,২৪ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের
উদ্যোগে বাঘাসন ফুটবল
খেলার মাঠে জেলার বিভিন্ন প্রান্তের ১৬ টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় দুই মাস ব্যাপীচলাএকটি সুবন্ধনকাপ নক আউট ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্যোক্তারা জাতীয় পতাকা হাতে নিয়ে,
মাঠ পরিক্রমা করে ।জাতীয় সংগীত এবং খেলোয়ারদের পরিচয় পর্বের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয়।
এই ফুটবল প্রতিযোগিতা খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক, উপপ্রধান সব্যসাচী দাঁ, এলাকার বিশিষ্ট শিক্ষক শশধর অধিকারী সহ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
খেলার মাঠে প্রচুর মহিলা সহ হ্যালো প্রেমীদর্শক ছিল মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে একটা উৎসবে পরিণত হয়। খেলার এই মঞ্চ থেকে এলাকার বেশ কিছু দুস্থ গরিব মানুষজনদের হাতে মশারি তুলে দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খেলার উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ জানান এলাকার যুব সমাজকে আরোও মাঠ মুখী করার লক্ষ্যে, তাদের উৎসাহ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠ মুখি হয় তার জন্যই এই খেলার মূল লক্ষ্য।
আজকের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি দুই দল কাটোয়ার সরগ্রাম গ্রাম পঞ্চায়েত একাদশ বনাম জামালপুরের নবগ্রাম কে, আর, মিলন সংঘ । ফাইনাল খেলার নির্ধারিত সময়ে দুই দল কোন গোল করতে না পারায় ।,ট্রাইবেকারে কাটোয়ার সরগ্রাম গ্রামপঞ্চায়েত, নবগ্রাম কে, আর, মিলন সংঘকে ৪-২ গোলে হারিয়ে জয়ী হয় সরগ্রাম গ্রামপঞ্চায়েত একাদশ। আজকের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় সরগ্রাম গ্রাম পঞ্চায়েত একাদশ। এই ফুটবল প্রতিযোগিতা খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় চ্যাম্পিয়ন সরগ্রাম গ্রাম পঞ্চায়েত দলের রাজকুমার ঘোষ। খেলার ম্যান অব দ্য সিরিজ নবগ্রাম দলের প্রশান্ত সোরেন।
এই খেলার প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও একটি ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা, একটি ট্রফি বলে জানান খেলার উদ্যোক্তারা।