অবতক খবর,২৮ নভেম্বর : ভিন রাজ্য থেকে ধান কাটার কাজ করতে এসে এক ক্ষেতমজুরের মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে। মৃত চুনিলাল মুর্মুর বয়স ৫৪ বছর, ঝাড়খণ্ডের নয়াচক এলাকার বাসিন্দা। পুলিশ ও মৃতের সহযোগীদের সূত্রে জানা গেছে, দিন দশেক আগে মন্তেশ্বর ব্লকে ধেনুর অঞ্চলের গলাতুন গ্রামে ধান কাটার কাজে আসে চুনীলাল। রবিবার সকাল থেকেই অসুস্থ অনুভব করছিল সে, ওই দিন বিকেলে তার অসুস্থতা বেড়ে গেলে সন্ধেবেলায় তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায় তার সহযোগী ও গৃহস্থরা। সেখানেই মারা যায় সে।পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে ময়নাতদন্তের জন্য আজ দেহ কালনা হাসপাতালে পাঠানো হয়েছে।।