অবতক খবর,২২ জুলাই,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃজলে ডুবে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেস্বরে। শনিবার সকাল নাগাদ দুর্ঘটনা ঘটেছে মন্তেশ্বরের দেনুর গ্রামে। বৃদ্ধার নাম রাজেশ্বরী রায় বয়স ৭৩ বছর। পুলিশ ও পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, অবিবাহিত ওই বৃদ্ধা দেনুর গামে বাপের বাড়িতেই থাকতেন।

শনিবার সকালে বাড়ির পাশে পুকুর ঘাটে যান তিনি। তারপর বেশ কিছুক্ষণ কেটে গেল পুকুর ঘাট থেকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুকুরের মধ্যে তার শাড়ি ভাসতে দেখে। পুকুরে জলের তলা থেকে তাকে উদ্ধার করে দ্রুত মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানান একটা অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।