অবতক খবর,২০ অক্টোবর, জ্যোতির্ময় মন্ডল ,পূর্ব বর্ধমানঃপ্রায় ২৪ ফুট উচ্চতার প্রতিমা কে কেন্দ্র করে শ্যামা কালী পুজো মেতে ওঠে মন্তেশ্বরের জয়রামপুর গ্রাম। ব্যস্ততার মধ্যে প্রতিমার শেষ পর্যায়ের তুলির টান দেওয়ার কাজ চলছে এখন।পুজো উপলক্ষে দেবীকে সাজানো হয় প্রায় ১৬০ ভরি সোনার রুপোর গহনা দিয়ে। পুজো চলে পাঁচ দিন ধরে। পুজো কমিটির পক্ষে হারাধন বন্দ্যোপাধ্যায়, পরিমল পাইন, অশোক দত্ত রা জানান, বর্তমানে পুজো ১৪৯তম বর্ষে পা রেখেছে। ১২৮০ সালে গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত বন্দ্যোপাধ্যায়, অমৃতলাল গড়াই দের মত কয়েকজন এর উদ্যোগে নিজেরাই আট হাত উচ্চতার কালী মূর্তি তৈরি করে পুজো শুরু হয়েছিলো। পরে তা ষোলো হাতে পরিণত হয়েছে ।
শিল্পী কালীকৃষ্ণ দাসের হাতের নিখুঁত ছোঁয়ায় লোহার চাকার ওপর মন্দিরের ভিতরে তৈরি হয় প্রতিমা । শিবের দৈর্ঘ্যও থাকে প্রায় ২১ ফুট।মাঝরাতে তান্ত্রিক মতে পূজা হয় এখানে। ১৫০ ভরি রুপোর গয়নার পাশাপাশি দশ ভরি সোনার গহনা দিয়ে সাজানো হয় প্রতিমা কে। পূজা উপলক্ষে কয়েকদিন ধরেই নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এলাকাবাসীর বিশ্বাস, জয়রামপুরের শ্যামা মায়ের আশীর্বাদে উপশম হয় মূর্ছা রোগের।