অবতক খবর,২৮ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ডাক্তার গৌর মোহন রায় কলেজের N,S,S ইউনিটের পক্ষ থেকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মন্তেশ্বরের লোহার গ্রামের শিবতলা প্রাঙ্গণে বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের NSS ইউনিটের পক্ষ থেকে তথা স্বাস্থ্য শিবিরের উদ্যোক্তারা কলেজের শিক্ষক প্রদীপ নন্দী, সজল মন্ডল, লিরা সাহারা জানান , মন্তেশ্বর কলেজের NSS ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সামাজিক , সচেতনতা মূলক কাজের মাধ্যমে মানুষের পরিষেবায় নিযুক্ত থাকে। মন্তেশ্বরের লোহার এলাকা বেশিরভাগ চাষী ও গরিব এবং দুঃস্থ মানুষজনদের বসবাস, তাই আজ এই লোহার এলাকায় দুঃস্থ গরীব প্রায় ২০০ মানুষজনেরা স্বাস্থ্য শিবিরে ইসিজি, সুগার, পেশার, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা, মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের দ্বারা চিকিৎসা করেন বলে জানান মন্তেশ্বর কলেজের NSS ইউনিটের পক্ষ থেকে।
স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ডক্টর গৌর মোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সহ মন্তেশ্বর কলেজের শিক্ষক শিক্ষিকা ও কলেজের NSS ইউনিটের কর্মীরা।
এইরকম স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়াতে এলাকার মানুষজনও খুশি বলে জানান তারা।