অবতক খবর,৬ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক।

দিদির সুরক্ষা কবচ বিশেষ কর্মসূচি নিয়ে দিদির দূত হিসেবে বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু করার প্রস্তুতি হিসেবে বিধানসভা ভিত্তিক সাংবাদিক সম্মেলন করার কথা বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অঙ্গ হিসেবে মন্তেশ্বর বাজারে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন বলে জানান ব্লক সভাপতি। দলনেত্রীর নির্দেশে মেনে এই সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবপ্রিয় যশ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ শুভাশিস ভট্টাচার্য, মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত ভট্টাচার্য, দেনুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য রায়, সহ ও দলীয় নেতৃত্বরা । ব্লক সভাপতি আজিজুল হক বলেন ২ জানুয়ারি দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের সাথে সংযোগ রক্ষা করতে ১১ জানুয়ারি থেকে দিদির দূত হিসেবে তৃণমূলের পাচঁজন কর্মী সাধারণ মানুষের বাড়ি গিয়ে শুনবেন অভাব অভিযোগ। তুলে ধরবেন সরকারি প্রকল্পের কথা। দিদির সুরক্ষা কবচ অ্যাপে মানুষের সমস্যা ডাউনলোড করা হবে। আসবে সমাধানের পথ। নুন্যতম পাচঁ জন কর্মী বাড়ি বাড়ি যাবেন।রাজ্য সরকারের কন্যাশ্রী,স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, সামাজিক সুরক্ষা যোজনা, সহ ১৫ টি উন্নয়ন মূলক কর্মসূচি রয়েছে সেগুলি মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা তার খোঁজ নিতে বাড়ি বাড়ি যেতে শুরু করবেন দলের কর্মীরা।দিদির দূত হিসেবে প্রতিটি বাড়িতে গিয়ে ওইসব প্রকল্পের সুফল যেমন তারা মানুষের সামনে তুলে ধরবেন। তেমনই এখনও কেউ ওই সমস্ত প্রকল্পের আওতায় না এলে তাদের নাম নিজেদের নথিভুক্ত করে দেবেন দলীয় কর্মীরা। কারও কোন অভিযোগ থাকলে তাও লিখে আনবেন তারা। কোনও প্রকল্প পেতে অসুবিধা হচ্ছে কিনা তাও জানতে চাইবেন দিদির দূতেরা। সংশ্লিষ্ট ব্যক্তির কোনও পরামর্শ থাকলে ও তা নথিভুক্ত করবেন দিদির দূতেরা। কর্মীরা রাত্রি যাপন করবেন। মানুষের পাশে থাকার যে বার্তা দলনেত্রী দিয়েছেন। দলকে আরো ও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংঘবদ্ধ করতে। ১১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি ।মানুষের দুয়ারে পৌছে দেওয়া হবে দিদির চিঠি, ক্যালেন্ডার এবং ডোর স্টিকার।এরফলে তৃণমূল কংগ্রেস আরো বেশি শক্তিশালী সংগঠিত সংঘবদ্ধ হবে।