অবতক খবর,২৭ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর সারোদা রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের পরিচালনায় বিদ্যালয়ের প্রাঙ্গনে ৩৩ তম বছরের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাতি রেজ ও পরিচলন সমিতির সভাপতি জ্যোতির্ময় মন্ডল, সম্পাদক সজল কুন্ডুরা জানান বাৎসরিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমে সকাল ৮টায় বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের নিয়ে রামকৃষ্ণদেব , মা সারদা, ও স্বামী বিবেকানন্দের ছবি সহ সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে মনীষীদের বাণী লেখা পোস্টার হাতে নিয়ে প্রভাত ফেরী শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। তারপর বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শুভ সূচনা করেন করকোনা আশ্রমের মহারাজ চন্দন মুখার্জী। অতিথিবরণ , বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের সফল প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মেধা ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গদের হাত দিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গলসীর করকোনা রামকৃষ্ণ মিশনের মহারাজ চন্দন মুখার্জী, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য তথা অভিভাবিকা উত্তরা মন্ডল, বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক সজল কুন্ডু, সভাপতি জ্যোতির্ময় মন্ডল,
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাতী রেজ ও প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীরা । করকোনা আশ্রমের মহারাজ চন্দন মুখার্জী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাতী রেজ বর্তমান ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে বলেন ভবিষ্যতে এই বিদ্যালয়ের ধারাবাহিকতা ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার কথা জানান তারা। এই অনুষ্ঠানটি দুপুর১২টা পর্যন্ত চলে।