অবতক খবর,১৬ জানুয়ারি,মালদা: সানু ইসলাম ১৬ জানুয়ারি;মালদা জেলায় সোমবার থেকে শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি।এদিন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে মানুষের সাথে ‘দিদির সুরক্ষা কবচ’ সামনে রেখে কথা বলে জনসংযোগ শুরু করেন রাজ্যের ক্ষুদ্র,ছোটো মাঝারি ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমূল হোসেন।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুল রহিম বক্সি,জেলার পরিষদের কর্মাধ্যক্কা মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর-১ ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশারফ হোসেন ও তবারক হোসেন, যুব সভাপতি জিয়াউর রহমান ও মনিরুল আলম,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান ও বুলবুল খান সহ তৃণমুল কংগ্রেসের নেতৃত্বগণ।
এদিন ভিঙ্গল গ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচী চলাকালীন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত পিংকি দাস মন্ত্রীকে অভিযোগে করে বলেন,যে তিন বছর আগে বিডিও এবং জেলা শাসক আমার ঘর নির্মানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।তিন বছর কেটে গেল এখন ঘর পেলাম না।তবে মন্ত্রী তাজমূল হোসেন বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
এছাড়াও এদিন ভিঙ্গল বেসিক প্রাথমিক বিদ্যালয়, ভিঙ্গল উচ্চ বিদ্যালয়, উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন পাশাপাশি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে একটি সভা আয়োজন করেন।