১লা ফেব্রুয়ারী: খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ৮১ তম শুভ জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে বিলকান্দা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাসের উদ্যোগে স্থানীয় বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের সামনে অসহায় মানুষদের প্রীতি শীত বস্ত্র কম্বল উপহার প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ পঞ্চায়েত সমিতির একঝাঁক সদস্য ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস বলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা, আবেগ। পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে তার শুভ জন্মদিন পালনে সেবার মনোভাব নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রীতি কম্বল উপহার প্রদান করতে পেরে নিজেরা নিজেরা গৌরবান্বিত হলাম। একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। স্যারের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘ পথ চলার শুভ হোক।