আনন্দ মুখোপাধ্যায় :: অবতক খবর :: ১৩ই,ডিসেম্বর :: দুর্গাপুর :: সম্প্রতি নিজের সংসদীয় ক্ষেত্র বর্ধমান দুর্গাপুরের সাম্প্রতিক দুর্গাপুর শিল্পাঞ্চলের অবক্ষয় নিয়ে লোকসভায় সরব হলেন । এদিন আহালুয়ালিয়াজী বলেন আমার সংসদীয় ক্ষেত্রে অন্ন আর তাদের শিল্পের এক অপূর্ব মিশ্রণ ।
একদিকে যখন বর্ধমানকে বাংলার অন্ন ভান্ডার বলা হয় তখন অন্যদিকে দুর্গাপুরের শিল্পাঞ্চল একদা ভারতের শিল্পমানচিত্রে এক উজ্জ্বল স্থানে অবস্থান করতো । কিন্তু আজ দুর্গাপুর সত্যিই শিল্পে হীনবল হয়ে পড়েছে । এই অবস্থার পুনরুদ্ধারে আমি কেন্দ্রীয় সরকারের সাহায্য চাই । আমার অনুরোধ এই বিষয়ে অবিলম্বে একটি উচ্চস্তৰীয় কমিটি গঠন করা হোক এবং এই অঞ্চলের পুনর্জজ্জীবনের জন্য সদর্থক ব্যবস্থা নেওয়া হোক ।